E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পলাতকসহ ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ২০:০০:০১
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পলাতকসহ ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শাহ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় একজন পলাতকসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই রায় ঘোষনা করেছেন দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতে ২ এর বিচারক শ্যামসুন্দর রায়।


দন্ডিত হলেন,দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের ছেলে জুবিয়ার রহমান ( ৩৮), বড় বন্দরের মৃত আবুল কালামের ছেলে তনয় (৩৮), ঘাসিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রিয়াল (৪০), লালবাগের জহির উদ্দিনের ছেলে রাকু (৩৯) এবং ৬ নম্বর উপশহরের সৈয়দ বশির উদ্দিনের ছেলে (পলাতক) নাজমুল হোসেন বাবু (২৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, পুর্ব ঘটনার জের ধরে গত ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর রামসাগর এলাকায় হাজীরমোড়ে শহরের নিমনগর বালুবাড়ী মহল্লার কাজী আবুর হকের ছেলে সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করেছিল দন্ডিতরা। এব্যাপারে কোতয়ালী থানায় ৭ জনের নামসহ হত্যা মামলা দায়ের করেন ভাই কাজী গোলাম জিলানী। এব্যাপারে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ১৫ বছর মামলা চলা শেষে আজ প্রকাশিত রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ শ্যাম সুন্দর রায়। এসময় আদালতে উপস্হিত ৪ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধরা পড়ার পর সাজা কার্যকর করা হবে পলাতক নাজমুল হোসেন বাবুর।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test