E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:) এর ঢাকা ত্যাগ

২০২৪ মার্চ ০৬ ০০:০০:০৬
হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:) এর ঢাকা ত্যাগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিশেষ আমন্ত্রণে পাাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে দেশে ফিঢরে গেলেন ইরাকের বাগদাদ শরীফের বর্তমান মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:)।

ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের শাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শনসহ জুম্মার নামাজ আদায় করেছেন।

মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানী (রা:) রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এর আমন্ত্রণে নৈশ ভোজে যোগদান করেন।

বাংলাদেশে অবস্থানকালে শুক্রবার তিনি কল্যাণপুরের খানকাপাকে জুম্মার নামাজ আদায় করেন এবং শনিবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া মাদ্রাসাতু-সাবি-ইল-হাসান পরিদর্শন করেন।

হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল জিলানীকে (রা:) ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:), বিচারপতি মো. রেজাউল হক, জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকীসহ আঞ্জুমানের কাদেরিয়া বাংলাদেশ এর সদস্যবৃন্দ বিদায় জানান। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করে বাগদাদ ফিরে যান।

(টিবি/এএস/মার্চ ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test