E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খোয়া যাওয়া ১০৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক

২০২৪ মার্চ ০৬ ১৮:১৮:৩৭
খোয়া যাওয়া ১০৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ১০৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)।

জানা গেছে,রাজবাড়ী জেলার পাঁচটি থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। রাজবাড়ী সদর থানায় ৪৮ টি, গোয়ালন্দ ঘাট থানায় ১৬টি, পাংশা মডেল থানায় ৪ টি, কালুখালী থানায় ২৫ টি ও বালিয়াকান্দি থানায় ১৬টি জিডির প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত হারানো অথবা চুরি যাওয়া ১০৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

এ সময় পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট্ট জেলা এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ঠ ভালো। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি, আমরা খুব মন দিয়ে কাজটি করি, কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে তার ভিতরে যে মানষিক কষ্টটা, সেই কষ্টটা আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রাণীত করে।

তিনি আরও বলেন, আমরা এই কাজটি সবসময় করে যাব। আর জেলার বিভিন্ন থানায় প্রতিনিয়তই মোবাইল হারানোর জিডি হয়। সেই জিডিগুলোর প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম উক্ত মোবাইলগুলো উদ্ধার
করে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মোঃ উজ্জ্বল সরদার বলেন, গত ডিসেম্বর মাসে আমার ফোনটি হারিয়ে যায়। পরে থানায় মোবাইল হারনো সংক্রান্ত একটি জিডি করি। জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলা পুলিশ আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে আজ আমাকে হস্তান্তর করেছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে আমার অনেক ভালো লাগছে। মোবাইল কমদামি হোক বা বেশি দামি হোক সেটা বিষয় না, হারানো জিনিস ফিরে পেলাম এটাই বড় বিষয়। জেলা পুলিশকে ধন্যবাদ।

হারানো মোবাইল ফিরে পেয়ে মোঃ শাহিন শেখ বলেন, সত্যিকার অর্থে মোবাইল ব্যবহার করি জরুরী কাজের জন্য। গত ৬ মাস আগে মোবাইলটি হারিয়ে যায়। এরপর থানায় জিডি করেছিলাম। ইতিমধ্যে গতমাসে নতুন একটি মোবাইল কেনার জন্য উদ্যোগ নিয়েছিলাম। আমাদের জেলা পুলিশ অনেক সচেতন, আমার আশা ছিলো আমি মোবাইলটা ফিরে পাবো। আজ মোবাইলটি আমি ফেরত পেলাম। আমার খুবই আনন্দ লাগছে।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারসহ জেলা পুলশিরে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও জেলায় কর্মরত গন্যমাধম কর্মীরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/মার্চ ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test