E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের স্রোত  

২০২৪ মার্চ ০৭ ১৬:৪৪:১১
ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের স্রোত  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিতে মানুষের স্রোত নামে। সকাল থেকেই শৃংখল মুক্তির মহানায়কের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 

বেলা বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা. ইউনিয়ন ও গ্রাম থেকে আগত মানুষ প্রাণপ্রিয় নেতার প্রতি অতল শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ছেয়ে যায় সবার শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদী। একরে পর এক শ্রদ্ধা নিবেদনের পালা চলতে থাকে। এতে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত নামে।

এদিন সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে ঐতিহাসিক ৭ মার্চের শ্রদ্ধা নিবেদন করা হয়। বেদীর পাশে জেলা প্রশাসনের কর্মকর্তারা কিছুক্ষণ দাড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য আর মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা হয়।

এরপর গোপালগঞ্জ জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেল পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী লীগের সহযোগি সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া থানা, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, বেগম ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সামজসেবা অধিদপ্তর, জেলা কারাগার, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, শিক্ষক সমিতি, অফিসার্স ক্লাব, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য কেএমএন মঞ্জুরুল হক লাভলু, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহ বিভিন্ন ব্যক্তি, অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, ৭ মার্চের ভাষন বাঙ্গালীর মুক্তির মন্ত্র। তিনি অনন্ত প্রেরণার উৎস। ঐতিহাসিক ৭ মার্চে টুঙ্গিপাড়ায় মানুষের স্রোত নামে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজিবি, পেশাজিবি সংগঠন্, বিভিন্ন ব্যক্তি, অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test