E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে অসচ্ছল ১২০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

২০২৪ মার্চ ১৯ ১৭:৫৯:০১
বাগেরহাটে অসচ্ছল ১২০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বাদেকাড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খানজাহান আলী বালিকা এতিমখানার প্রাথমিকের স্তরের অসচ্ছল পিছিয়ে পড়া ১২০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের আয়োজনে সদর উপজেলার বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন।

স্কুল ব্যাগ বিতরন অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কদ্দুস তালুকদার, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, বাগেরহাট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, কোডেকের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান, জোনাল ম্যানেজার মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীরা নতুন স্কুলব্যাগ হাতে পেয়ে আনন্দিত হয়েছে। এতে ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ বাড়বে।

(এস/এসপি/মার্চ ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test