E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় গণহত্যা দিবস পালিত

২০২৪ মার্চ ২৫ ২০:৫৬:৪৪
সালথায় গণহত্যা দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার  (২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬ ৪০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে সকল শহিদদের স্মরণে প্রায় ৩ শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনিসুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাববিুর রহমান লাবলু, নারী নেত্রী চৌধুরী হোসনে আরা ইকবাল মাতু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।

(এএনএইচ/এএস/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test