E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সরকারি খাল দখল মুক্ত করতে মানববন্ধন

২০২৪ মার্চ ২৭ ১৮:৩১:০৬
বাগেরহাটে সরকারি খাল দখল মুক্ত করতে মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের তিনটি সরকারি খাল অবৈধ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টারব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের ইউপি সদস্য রঞ্জন কুমার হালদার, কৌশিক রায়, আদম আলী শেখ, লাভলী মন্ডল, পরিতোষ ডাকুয়া।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ষাটগম্বুজ ইউনিয়নের পুর্ব সায়েড়া এলাকার হরিবল্লভ খাল, কবিরাজের খাল ও টালেমারি খাল খনন করা হলেও প্রভাবশালীরা খালগুলিতে অবৈধ বাধ দিয়ে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি মাছের ঘের করেছে। এতে এলাকার কয়েক শত একর জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। এসব প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বহিরাগতরা এসে হুমকিধামকি দিচ্ছে। তারা দ্রুত সরকারি খালের অবৈধ বাধ অবসরের দাবি জানান।

(এস/এসপি/মার্চ ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test