E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২৪ মার্চ ২৭ ১৮:৪৫:৫১
ফরিদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ।

ফরিদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রধান অতিথি এ কে আজাদ বলেন, 'ফরিদপুরের জনগণ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে, তারা একটা আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন। তাদের আশা এতোটুকুই যে, আমি তাদের জন্য ভালো কাজ করবো। আমি তাদের আশার প্রতিফলন ঘটাতে চাই। আমার এলাকার কোন মানুষ যেনো বিনা কারণে পুলিশি হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।'

তিনি আরও বলেন, এলাকায় কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবেনা।'

অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা নবাগত এসিল্যান্ড মো. সম্রাট হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় ফরিদপুর সদরের প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, জঙ্গিবাদ, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়। বিশেষ করে পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদারসহ নানা বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম বলেন, ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে আমাদের সবার এক সাথে কাজ করতে হবে।

তামান্না পুলিশের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের তাদের নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাজ করার অনুরোধ করেন।

সর্বোপরি, উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় মাননীয় সংসদ সদস্যের পাশাপাশি, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও সাংবাদিকদের নিকট থেকে ইতিবাচক সহযোগিতা কামনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।

(আরআর/এসপি/মার্চ ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test