E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক কারবারি  

২০২৪ মার্চ ২৯ ১৬:৫৬:৩৯
আ.লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক কারবারি  

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পাংখারচর গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা লিচু কাজিকে ৫'শত পিচ ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে জিয়া চৌধুরী নামের এক মাদক পুলিশের জালে ধরা পড়ে এখন শ্রীঘরে। 

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকার দীনু মোল্যার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মোঃ আরজ আলী ওরফে লিচু কাজী ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বাসিন্দা। তিনি ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

স্থানীয় সুত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা মো: আরজ আলী ওরফে লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে ভ্যানযোগে পাংখারচর নিজ বাড়িতে ফেরার পথে দিনু মোল্যার দোকানের সামনে পৌঁছালে চরদৌলতপুর গ্রামের আলী আজগর চৌধুরীর ছেলে বহুল আলোচিত মাদক কারবারি জিয়া চৌধুরী লিচুকে ডেকে নিয়ে দোকানের সামনে বেঞ্চে বসতে বলেন। কুশল বিনিময়ের এক পর্যায়ে আসামী জিয়া সুকৌশলে লিচু কাজীর পাঞ্জাবীর পকেটে নীল রংয়ের পাঁচটি পলি ব্যাগ ঢুকিয়ে দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ ঘটনার পর পরই পুলিশ লিচু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য লোহাগড়া থানায় নিয়ে আসেন। এ নিয়ে স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন। লিচু কাজীর সাথে মাদকের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে নড়েচড়ে বসে পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়ের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ডিগ্রীরচর গ্রামের জাহিদ চৌধুরীর বাড়ি থেকে অভিযুক্ত জিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

আওয়ামী লীগ নেতা আরজ আলী কাজী ওরফে লিচু কাজী সাংবাদিকদের বলেন, 'সামাজিক ভাবে হেয় করতে সুপরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা জিয়ার মাধ্যমে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট দিয়ে আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল। সত্য উদঘাটিত হওয়ায় আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি। মহান আল্লার কাছে শুকরিয়া। তিনি আরও বলেন এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test