E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীমান্তবর্তী গড়াডোবার ভূঞার বাজার এলাকায় জমজমাট মাদক ও জুয়ার ব্যবসা

২০২৪ মার্চ ৩১ ১৮:৫২:৩৩
সীমান্তবর্তী গড়াডোবার ভূঞার বাজার এলাকায় জমজমাট মাদক ও জুয়ার ব্যবসা

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার উত্তর পশ্চিম কোণে সীমান্তবর্তী ইউনিয়ন গড়াডোবা। পড়াডোবা ভূঞার বাজারের সাথে সংযুক্ত উপজেলা গৌরীপুর। গড়াডোবা ইউনিয়নের অন্তগত ভূঞার বাজার। সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ার সুবাধে ওই ভূঞার বাজার এলাকায় প্রায় প্রতিদিনই বসে জমজমাট মাদক ও জুয়ার ব্যবসা। যারা এই মাদক ও জুয়ার ব্যবসার সাথে জড়িত তারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পুলিশের চোখ ফাঁকি দিতে নিয়োগ করেছেন পাহাড়াদার। যাতে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মাদক ও জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হয়। জুয়া ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে এলাকার উঠতি বয়সের যুবকেরা বিপথগামী হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকার আধুনিক ডিজিটাল জুয়া খেলার সাথে জড়িয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। বাড়ছে অপরাধ মূলক কর্মকান্ড।

আজ রবিবার কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওপেন হাউস ডে ও পারস্পরিক মত বিনিময় সভায় এ অভিযোগ তুলে ধরেন গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ। তিনি এই জুয়া ও মাদক ব্যবসার লাগাম টেনে ধরতে উপজেলা ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ওপেন হাউস ডে ও পারস্পরিক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুণ অর রশিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ ফারাবী, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা, হিমালয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: বজলুর রহমান।

এ প্রসঙ্গে কেন্দুয়া থানার অফিসার ইনচাজ মো: এনামুল হক পিপিএম সেবা বলেন, সীমান্তবর্তী ইউনিয়ন গড়াডোবা ও ভূঞার বাজার এলাকায় কিছু মাদক ব্যবসা ও জুয়ার আসর বসে। কিন্তু পথে পথে পাহাড়াদার নিযুক্ত থাকায় পুলিশ যাওয়ার আগেই জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীরা চলে যায়। আমরা পুলিশের পক্ষ থেকে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তিনি এলাকার জনগণকে পুলিশের কাজে সহযোগিতা করার আহব্বান জানান।

(এসবি/এসপি/মার্চ ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test