E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হাসি ফুটল মলিন মুখে’

২০২৪ এপ্রিল ০৫ ১৭:০৬:৫৯
‘হাসি ফুটল মলিন মুখে’

শেখ ইমন, শৈলকুপা : বৃদ্ধা সমিরন নেছা,মলিন মুখটা দেখে যে-কারও বুকে কষ্টের ধাক্কা অনুভ’ত হবে। বয়স আশির ঘরে। স্বামী পরপারে গেছেন অনেক আগে। শেষ বয়সে দেখার মত কেউ নেই। প্রতিবেশীদের সাহায্যেই চলে তার জীবন সংসার। ঈদের বাকি অল্পকিছুদিন। তবে সমিরন নেছাদের ঈদ যেন কষ্টের আরেক নাম। চাহিদা আছে, সামর্থ্য নেই। প্রতিবছরই ঈদের বাজার নিয়ে দুশ্চিন্তায় থাকেন সমিরন নেছা। তবে এবার সেই চিন্তা দূর হয়েছে। তার পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অন্যদিকে,৭০ বছর বয়সী মকো মোল্লা। একদিকে প্রতিবন্ধীতা অন্যদিকে বয়সের ভারে ন্যুজ¦। হারিয়েছেন কাজ করার সামর্থ্য। আছে একাধিক কণ্যা সন্তান,তবে থেকেও যেন কেউ নেই তার। জীবন কাটছে অসহায়ত্বে। তবে ঈদের বাজার করা নিয়ে দুশ্চিন্তা নেই এবার।

সমিরন নেছা ও মকো মোল্লার মত প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে তাদের মুখে হাঁসি ফুটিয়েছেন ঝিনাইদহের ‘তারুণ্যের দিশারী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের হাজী মার্কেটের সামনে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় প্রত্যেককে ১ কেজি তেল, সেমাই, চিনি, লবন, ডাল, পাঁচ কেজি চাল এবং নারীদের শাড়ি ও পুরুষদের লুঙ্গি প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি মিশুক হাসানের সভাপতিত্বে এবং সজল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম,শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ।

আরও উপস্থিত ছিলেন শেখপাড়া রাহাতন নেছা গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান,ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসারফ হোসেন, বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী ও মোল্লা এগ্রো সাইন্সের স্বত্বাধিকারী অ্যাড.মোস্তাফিজুর রহমান সোহেল। সংগঠনটির উপদেষ্টাখয়বার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপহার পেয়ে বৃদ্ধা সমিরন নেছা বলেন, যাক বাবা বড় উপকার হলো, ঈদের দিনের চিন্তা শেষ। প্রতিবছর ঈদের সময় খুব চিন্তায় থাকি।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিশুক হোসেন বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিমাসে শতাধিক পরিবারকে মাসিক খাদ্য সহয়তা দিয়ে থাকি।
কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিল KFK Gold Trading LLC ও MPF Gold Trading L.L.C।

(এসআই/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test