E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

২০২৪ এপ্রিল ০৬ ১৯:৫৭:৫১
ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের ফলেই বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের সর্বস্তরের মানুষের খবর রাখেন এবং মানুষের সকল সমস্যা সমাধানের ব্যবস্তা গ্রহন করেন।  তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। এ জন্য দেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করছেন।

শনিবার (৬ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন,এই উপহার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। ব্যস্ততার মাঝেও তিনি হতদরিদ্র মানুষের কথা ভুলেন না। এজন্যই তিনি মানবতার মা।সবাই তার জন্য দোয়া করবেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পাড়ি।

ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর -দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামীলীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার ভূইয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন।

এসময় ছেংগারচর পৌরসভার ৪ হাজার ৯'শ ২৪ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

(ইউএইচ/এএস/এপ্রিল ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test