E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে এএমএস ল্যান্ড হাউজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

২০২৪ এপ্রিল ০৯ ১৫:০৭:৫৫
জামালপুরে এএমএস ল্যান্ড হাউজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় রাতারাতি রোপণকৃত ধানের চারা উপড়ে ফেলে মাটি ভরাট করে এ.এম.এস. ল্যান্ড হাউজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৮ এপ্রিল) জমির দাবিদার রশিদপুর এলাকার মৃত বেনু মণ্ডলের ছেলে মো. নজরুল ইসলাম জামালপুর সদর থানায় একই এলাকার ফয়েজুর রহমানের ছেলে আইয়ুব নবী ও গোলাম নবীর, মৃত সবেদ আলীর ছেলে সুজনসহ ওই প্রতিষ্ঠানের কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় বিআরএস খতিয়ান নং-৪১, দাগ নং-৫৭৯ জমির পরিমাণ সাড়ে ২৪ শতাংশ। ওই ভূমি মো. নজরুল ইসলামসহ তাদের ভাইয়েরা ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে সেখানে আবাদ মৌসুম করে ভোগদখল করে আসছে। এমতাবস্থায় গত ৭ এপ্রিল রাতের আঁধারে ওই ভূমিতে ইরি ধানের চারা উপড়ে ফেলে মাটি ভরাট করে প্রতিপক্ষরা। পরবর্তীতে ৮ এপ্রিল সকালে আবারও ওই ভূমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে বাদীগণেরা তাদের বাঁধা দেয়। এ সময় বিবাদীরা তাদের উপর হামলা করে। একই সাথে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় বাদীর পক্ষের লোকজন সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। জমির দাবিদার মো. নজরুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে এ.এম.এস. ল্যাণ্ড হাউজের জমি ব্যবসায়ী আইয়ুব আলী জানান, ওই জমি আমরা কয়েকজন মিলে ফুলবাড়ীয়া এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মো. সেলিমের কাছ থেকে কিনেছি। ওই জমিতে ইতোমধ্যে আমরা মাটি ভরাটের কাজ শুরু করেছি। কিন্তু তারা আমাদের বাঁধা প্রদান করছে।'

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, 'জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

(আরআর/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test