E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে শিশু-কিশোরদের বৈশাখ উৎসব উদযাপন

২০২৪ এপ্রিল ১৯ ১৮:৪৬:৫২
পঞ্চগড়ে শিশু-কিশোরদের বৈশাখ উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে শিশু কিশোর বৈশাখ উৎসব ১৪৩১ আজ শুক্রবার পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কলাণ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আনোয়ার হোসেনের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় এই উৎসবের আয়োজন করে ষড়ঋতু সাহিত্য একাডেমি পঞ্চগড়ের শিশু-কিশোররা। 

একাডেমির প্রতিষ্ঠাতা-সভাপতি, বিশিষ্ট কলামিস্ট ও শিশুসাহিত্যিক রহিম আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আল ইমরান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) মো. বেলাল হোসেন রায়হান।

উৎসবের মূল আকর্ষণ ছিলো গ্রামীণ খেলা 'সদাপ্রস্তুত', এই খেলায় প্রথম হয়েছে মো. জুয়েল রানা, দ্বিতীয় স্থান লাভ শ্রী আপন দাস, তৃতীয় স্থান দখল করেছ মো. ফরিদ ইসলাম। ব্যাক-হেড-বল, এই খেলায় প্রথম হয়েছে মাস্টারপাড়া মামুন, দ্বিতীয় মো. রওনক এবং তৃতীয় হয়েছে সৈকত হোসেন।

সবার জন্য উম্মুক্ত 'নেতা বলেছেন' খেলায় প্রথম হয়েছে মো. রাসেল ইসলাম দ্বিতীয় হয়েছে নাছিবুর রহমান নাবিল ও তৃতীয় হয়েছে মো জামিল হাসান। এছাড়াও দলীয় খেলা 'গুটিগোল্লা' খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ষড়ঋতু সাহিত্য একাডেমি, রানারআপ হয় পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার।

সর্বোপরি ষড়ঋতু সাহিত্য একাডেমি বনাম পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর সংগঠন এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতামূলক ভলিবল প্রতিযোগিতায় ২-১ সেটে ষড়ঋতু সাহিত্য একাডেমিকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার। শ্রেষ্ঠ খেলোয়াড় হয় রিয়াদুল হাসান রিয়াদ।

খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরষ্কার ও অংশ গ্রহণকারী সকল শিশু-কিশোরদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়। উৎসবে ধনী-গরিব সর্বস্তরের শতাধিক শিশু-কিশোর এক কাতারে মিলিত হয়ে পুরোদিনমান আনন্দ উপভোগ করে।

(আরআর/এসপি/এপ্রিল ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test