E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০১৪ নভেম্বর ১৭ ২১:২৭:৪৯
বগুড়ায় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া প্রতিনিধি: সিডিএলএস বগুড়া ও বগুড়া ওয়াইএমসিএ যৌথ আয়োজনে এবং লাইট হাউস বগুড়ার সহযোগিতায় দুই দিনব্যাপী ৭ম আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিট)।

এতে রানার আপ নির্বাচিত হয় বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বগুড়া হারমান মেইনার স্কুল ও কলেজের দলনেতা ছামিউল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল বিবাহ নিবন্ধন আইন সম্পর্কে অজ্ঞাতাই বাল্যবিবাহের মূলকারণ। বগুড়া জেলার ১০টি স্কুল এ বিষয়ের উপর পক্ষে বিপক্ষে অংশ গ্রহণ করে।

সোমবার দুপুরে প্রতিযোগিতা শেষে বগুড়া শহরের ওয়াইএমসিএ পল বেস্রা অডিটোরিয়ামে পুরস্কার বিতরনী সভা সিডিএলএস এর সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিপি এ্যাডঃ আল মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইবুনাল-১ এর স্পেশাল পিপি এ্যাডঃ মনতেজার রহমান মন্টু। বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান, লাইট হাউস এর মানব সম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক আমিনুল হক, সিডিএলএস এর কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান মিঠু। বিচারকের দায়িত্ব পালন করেন সাহিত্যিক বজলুল করিম বাহার, প্রভাষক গাজী মোঃ তৌহিদুল ইসলাম সনি ও আবেদা আশরাফ। অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএলএস বগুড়ার নির্বাহী পরিচালক আব্দুল খালেক।

(এএসবি/এসসি/নভেম্বর১৭,২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test