E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’

২০২৪ মে ০৫ ১৬:২৪:২৯
কাপ্তাই সেনা জোনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন'র উদ্যোগে চালু হলো মানবতার দেয়াল। কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল (পিএসসি) এর দিক নির্দেশনায় স্থানীয় গরীব ও দুস্থ মানুষের সহায়তায় কাপ্তাই নতুন বাজার সংলগ্ন রিভার ভিউ পার্কের দেওয়ালে ‘মানবতার দেওয়াল’ স্থাপন করা হয়। এতে কাপ্তাই সেনা জোনের সেনা সদস্যদের অপ্রয়োজনীয় পোশাক দিয়ে কার্যক্রম শুরু করেন। 

জোন কমান্ডার স্থানীয় সকল জনসাধারণকে তাদের অপ্রয়োজনীয় পোষাক মানবতার দেওয়ালে দান করার জন্য অনুরোধ করেন। তিনি জানান, এলাকার অসহায় দরিদ্র মানুষগুলো তাদের প্রয়োজনে মানবতার দেওয়াল থেকে পোশাক নিয়ে তাদের নূন্যতম প্রয়োজন মেটাতে পারে।

তিনি আরও জানান, দেয়ালে ঝুলবে বিভিন্ন রকমের পোশাক পছন্দের পোশাকটি বেছে নিবেন অনেকেই। কোনো দাম দিতে হচ্ছে না। পছন্দের পোশাকটি হাতে নিয়ে খুশি হবেন অসহায় দরিদ্র মানুষ। এটির নাম মানবতার দেয়াল। যে কেউ নতুন বা পুরাতন পোশাক দিয়ে সহায়তা করতে পারে। পোশাক এনে দেয়ালে টাঙিয়ে রেখে চলে যান। কে দিয়েছে তা দেখা যায় না। যার প্রয়োজন তিনিও এসে নিয়ে যাচ্ছেন। কেউ কাউকে দেখছেন না। এভাবেই মানবতার কল্যাণে সুফল ছড়িয়ে পড়ছে।

(আরএম/এসপি/মে ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test