E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ট্রাক চালককে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ

২০১৪ নভেম্বর ১৯ ১৭:৪১:২২
শেরপুরে ট্রাক চালককে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় বুধবার সকালে মহাসড়কে চাঁদা আদায়কে কেন্দ্র এক এক ট্রাক চালককে মারপিট করায় বিক্ষুদ্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘন্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী মাল বোঝাই ট্রাক বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় পৌছালে ৭/৮ জনের চাঁদা আদায়কারী ট্রাকের চালকের নিকট থেকে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিলেও কথাকাটাকাটির এক পর্যায়ে চাঁদা আদায়কারীরা ট্রাক চালক আজমল (৩৫) কে বেদম মারপিট করে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বগুড়া গামী অন্যান্য ট্রাকের চালক ও শ্রমিকেরা আহত ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করে দেন এবং আড়াআড়ি ভাবে ট্রাক রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করতে থাকেন। ঘটনাস্থলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান উপস্থিত হয়ে সৃষ্ট ঘটনার উপযুক্ত বিচারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। প্রায় দুই ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে শেরুয়া বটতলা থেকে মহাসড়কের দুই ধারে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম বিপাকে পড়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা।

(এনএএম/এএস/নভেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test