E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ক্লোজার নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

২০১৪ ডিসেম্বর ০৫ ১৭:৪৮:৪৪
কলাপাড়ায় ক্লোজার নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সেই ক্লোজার নির্মাণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ১৭ গ্রামের হাজার হাজার মানুষ। শুক্রবার দুপুরে জনদাবি উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে ক্লোজার নির্মাণের মালামাল পরিবহনের সময় গ্রামবাসীদের সাথে ঠিকাদারের শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় ট্রলার থেকে ছোঁড়া ইট ও বাঁশের টুকরোর আঘাতে ইউনুস গাজী, হাবিব গাজী, সয়ন গাজী, জয়নাল হাওলাদার, মাসুম খাঁ ও মনির গাজীসহ অন্তত ১০জন আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ট্রলারসহ শ্রমিক সোহাগ হাওলাদার ও ফেরদৌস মাঝিকে আটক করে। খবর পেয়ে বিকালে কলাপাড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে। আহত গ্রামবাসীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পেয়ারপুর গ্রামের সবুজ গাজী জানান, শুক্রবার জুমআর নামাজের সময় ক্লোজার নির্মাণের মালামাল বরইতলা নদী দিয়ে নেয়ার সময় গ্রামবাসীরা বাঁধা দেয়। এ সময় ট্রলারে থাকা দুই শ্রমিক তাদের গালাগাল করে। এ সময় গ্রামবাসী তাদের মালামাল পরিবহনে বাঁধা দিলে তারা ট্রলারে থাকা শতশত ইটের টুকরো ও বাঁশের খণ্ড গ্রামবাসীদের উপর নিক্ষেপ করলে উপরোক্তরা আহত হয়। এ সময় অন্তত পাঁচ শতাধিক মানুষ পেয়ারপুর স্লুইজঘাট থেকে শ্রমিক সোহাগ হাওলাদার ও ফেরদৌস মাঝিকে আটক করে।

একাধিক গ্রামবাসী জানান, বিধ্বস্ত পেয়ারপুর গ্রামের মানুষ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাঁধের যে অবস্থা তাতে আগামী বর্ষায় বাঁধ ভেঙ্গে জলোচ্ছাসে হাজার হাজার পরিবার সর্বস্ব হারাবে। কিন্তু তাদের রক্ষার পরিবর্তে এখন ধ্বংসের খেলায় মেতেছে ঠিকাদার ও পাউবোর কর্মকর্তারা।

জানা যায়, এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে ক্লোজার নির্মাণের সিদ্ধান্ত হলেও ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের যোগসাজসে অন্যস্পটে ক্লোজার করার সিদ্ধান্ত নেয়। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে ১৭ গ্রামের মানুষ। বুধবার শেষ বিকালে পেয়ারপুর গ্রামে ক্লোজার নির্মাণের দাবিতে হাজার হাজার মানুষ মানববন্ধন ও সমাবেশ করে এর প্রতিবাদ জানায়। এবং পেয়ারপুর গ্রাম ছাড়া অন্য গ্রামে ক্লোজার নির্মাণের চেষ্টা করলে তা প্রতিরোধ করবে বলে ঘোষণা দেয়।

ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আ. সালাম সিকদার জানান, জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পেয়ারপুর গ্রাম ছাড়া অন্য স্থানে ক্লোজার নির্মাণ হলে তা প্রতিরোধের ঘোষণা দেয়ায় এখন নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে। তবে পেয়ারপুর গ্রাম হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। ক্লোজার নির্মাণ হল এখানেই হওয়া উচিত।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ঘটনাস্থলে একজন অফিসারসহ কয়েকজন পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

পাউবো’র বিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ক্লোজার নির্মাণের স্থান পরিবর্তনের ব্যাপারে তার কিছুই জানা নেই। তবে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

কলাপাড়ায় হাজার মানুষের চোখের জলে অন্যরকম প্রতিবাদ


(এমকেআর/এএস/ডিসেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test