E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে মুক্ত দিবস পালিত

২০১৪ ডিসেম্বর ০৬ ১৩:১৫:৪৬
মেহেরপুরে মুক্ত দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি :১৯৭১ সালে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ড।

শনিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে শামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে অবস্থি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন শেষে একই স্থানে এসে শেষ হয়।

অন্যান্যদের মধ্যে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান খান সহ জেলায় শতশত মুক্তিযোদ্ধা অংশ নেন। পরে কমিউনিটি সেন্টারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, মতিয়ার রহমান, সাংগাঠনিক কমান্ডার আমিরুল ইসলাম,উপজেলা কমান্ডার মুনতাজ আলী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলঅম, ইদ্রিস আলী, তাহাজ উদ্দিন প্রমুখ।

(আইএম/এসসি/ডিসেম্বর০৬,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test