E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় জয়িতাদের সংবর্ধনা

২০১৪ ডিসেম্বর ০৯ ২৩:০৭:৪৫
কুষ্টিয়ায় জয়িতাদের সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অণ্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এ বিশাল নারী সমাজকে ব্যতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নারী জনগোষ্ঠিকে উন্নয়নের মূল¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দ্দার মোহম্মদ আবু সালেক, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস।

এ সময়ে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী পাল, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রেহেনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুকারী লাকি খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী রানু খাতুন এবং সফল জননী আয়েশা খাতুনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

(কেকে/এসসি/ডিসেম্বর০৯,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test