E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৈশপ্রহরী ও শ্রমিকদের জিম্মি করে চাল লুট

২০১৫ জানুয়ারি ০৩ ১৯:৫৪:৫১
নৈশপ্রহরী ও শ্রমিকদের জিম্মি করে চাল লুট

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নৈশপ্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে গোপেশ্বরী ভান্ডার এন্ড বাছাই মিল থেকে ট্রাকে ভরে ১৫০বস্তা চাল লুট হয়েছে। শনিবার ভোর রাতে পৌরশহরের অদুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরুয়া বটতলা এলাকায় অবস্থিত মিলে সশস্ত্র ডাকাতদল হানা দেয়।

গোপেশ্বরী ভান্ডার এন্ড বাছাই মিলের সত্ত্বাধিকারি নুপুর ঘোষ জানান, শুক্রবার রাতে মিলের প্রধান ফটক তালাবদ্ধ করে শ্রমিকরা মিলের মধ্যে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে একটি গাড়ি মিলের সামনে এসে দাঁড়ায়। এরপর গাড়িটি থেকে ৩০-৩৫ জন সশস্ত্র ব্যক্তি কৌশলে মিলের প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে নৈশপ্রহরীসহ মিলের ভেতরে থাকা ৯জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা মিলের ভেতরে থাকা হরিণ মার্কা ১নং নাজিরশাইল চাল ও মেসার্স শ্রী দুর্গার একইজাতের ১৫০বস্তা চাল ট্রাকে ভরে। এ সময় শ্রমিকদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন সেটও নেয় সশস্ত্র ডাকাতদল। একপর্যায়ে মিলের শ্রমিক ভুক্তভোগী ইসমাইল হোসেন কৌশলে মিলের টয়লেটের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর ওই শ্রমিক ‘মিলে ডাকাত পড়েছে’ বলে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন মিলের দিকে আসতে থাকলে সশস্ত্র ডাকাতদল ট্রাকসহ চাল নিয়ে দ্রুত সটকে পড়ে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকার মত। মিলের মালিক বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন। পরে শনিবার বেলা ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ হাশমী জানান, পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এএসবি/পি/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test