E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরান ঢাকায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর

২০১৫ জানুয়ারি ০৭ ১১:২৭:০৯
পুরান ঢাকায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর

স্টাফ রিপোর্টার : বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর পুরান ঢাকায় মিছিল বের করে ছাত্রদল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছে ছাত্রদলকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের কয়েকজন কর্মী জানান, পুরান ঢাকার ধোলাইখালে জবি ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসারের নেতৃত্বে সকাল সোয়া ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়ে। ক্ষুব্ধ নেতারা কয়েকটি বাস ভাঙচুর করে।এ ব্যাপারে ওমর ফারুক কাওসার বলেন, ধোলাইলখাল থেকে মিছিল নিয়ে ধোলাইখাল নতুন রাস্তায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সূত্রাপুর থানা পুলিশ।
এদিকে পুরান ঢাকার লোহারপুলে সকাল ১০টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৫ )

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test