E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে সরকারি কর্মচারী সমিতির বিক্ষিাভ সমাবেশ

২০১৫ জানুয়ারি ০৮ ১৭:৪২:৪৯
গাজীপুরে সরকারি কর্মচারী সমিতির বিক্ষিাভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সরকারী দায়িত্ব পালনের সময় ৫ কর্মচারীর উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসন চত্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, গাজীপুর জেলা শাখা ওই কর্মসূচীর আয়োজন করে।

দুপুরে মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। পরে গাজীপুর কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আজাহারুল ইসলাম, এসএম রফিকুল ইসলাম, মো. হেলাল উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তাগণ ৫ সরকারি কর্মচারীদের উপর বর্বর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করনে। পাশাপশি আন্দোলন বেগবান করতে তারা ১৭ সদস্যের ‘আন্দোলন বাস্তবায়ন কমিটি’ গঠনও করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরের সোনাকর গ্রামে তিতাস গ্যাসের সরবরাহ লাইন সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণের জরিপ কাজ করতে গিয়ে হামলার স্বীকার হন ৫ কর্মচারী। এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। হামলায় গাজীপুর ভ’মি হুকুম দখল (এলএ) শাখার কানুনগো সাইফুল ইসলাম, সার্ভেয়ার আবদুল জলিল, এমদাদুল হক, বেলাল হোসেন ও তিতাস গ্যাসের সার্ভেয়ার জসিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্ব ওই হামলা চালানো হয়। খবর পেয়ে শ্রীপুরের ইউএনও সাদেকুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় সার্ভেয়ার জসিম উদ্দিন বাদি হয়ে বুধবার শ্রীপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলেও জড়িতদের কেউ বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার হয়নি।

(এসএএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test