E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০১৭ সালের মধ্যে কোষ্টগার্ডকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা হবে’

২০১৫ জানুয়ারি ০৮ ১৮:০৪:৫৮
‘২০১৭ সালের মধ্যে কোষ্টগার্ডকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা হবে’

বাগেরহাট প্রতিনিধি : প্রয়োজনীয় লোকবল ও জলযান দিয়ে ২০১৭ সালের মধ্যে কোষ্টগার্ডকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান। বৃহস্পতিবার সকালে কোষ্টগার্ড সদর দপ্তর পশ্চিম জোনের অফিসার্স মেসের ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, সুন্দরবনের দস্যু দমন ও সীমান্তে চোরাচালান ঠেকাতে কোষ্টগার্ড বহরে হেলিক্যাপ্টার সংযোজনের বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া যায়নি।

এ সময় কোষ্টগার্ড মহা পরিচালক রিয়াল এ্যাডমিরাল এম মকবুল হোসেন, জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একে/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test