E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিআরটিসি বাসে আগুন, আটক ১

২০১৫ জানুয়ারি ১৪ ১৬:২৫:০৪
আগৈলঝাড়ায় বিআরটিসি বাসে আগুন, আটক ১

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সোমবার গভীর রাতে পেট্রোল ঢেলে বিআরটিসি’র একটি বাস পুড়িয়ে দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এসময় কোন রকমে প্রাণে বেঁচে গেছে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার সেলিম। এসপি’র ঘটনাস্থল পরিদর্শন।

এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাকাল গ্রামের উজ্জল রাহাকে সন্দেহমূলক আটক করেছে।

এঘটনায় বাসের পুলিশ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ২০/২৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫/৩০জনকে অজ্ঞাতনামা আসামী করে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার এহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি’র একটি বাস উপজেলা সদরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ গেটে পার্কিং করা অবস্থায় মঙ্গলবার রাত তিনটার দিকে পেট্রোল ঢেলে অবরোধকারীরা আগুন ধরিয়ে দেয়। এসময়র হেলপার সেলিম গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিল। পরে জানালা ভেঙ্গে লাীফয়ে পরে কোন রকমে প্রাণ বাচায় সে।

আগুনের খবর পেয়ে গৌরনদীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মিভুত হয়। ওসি আরও জানান, অবরোধকারীরা পূর্ব পরিকল্পিতভাবে গাড়ীতে আগুন দেয়ার আগে আগৈলঝাড়া-গৌরনদী মহা সড়কের তিন জায়গায় গাছের গুড়ি ফেলে ফায়ার সার্ভিস কর্মীদের আসায় প্রতিবন্ধকতা তৈরি করে।

(টিবি/এএস/জানুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test