E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

২০১৫ জানুয়ারি ১৫ ১৫:৩৩:৫৭
কুষ্টিয়ায় ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পৃথক দু’টি ভ্রাম্যমণ আদালতে ৩ মাদক ব্যবসায়ীর দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ বাজারে অভিযান চালিয়ে পোড়াদহ বাবুপাড়ার সিরাজের ছেলে মাদক ব্যবসায়ী মিলনকে (২৬) দুই কেজি গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ বাজারে অভিযান চালিয়ে উত্তরকাটদহ গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (২৫) দুই কেজি গাঁজা এবং একই গ্রামের সেলিম রহমানের ছেলে সোহেল রানা রিয়েলকে (২৪) দেড় কেজি গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক একই ধারায় তাদেরকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময়ে আহম্মদপুর পুলিশ ক্যাম্পের এএসআই মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test