E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে সেই টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

২০১৫ জানুয়ারি ১৭ ১৫:১৮:৫৫
ধামরাইয়ে সেই টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

ধামরাই(ঢাকা)প্রতিনিধি:ধামরাইয়ে গোপীনাথপুর গ্রামে মামা ও নানা গালমন্দ করায় অভিমান করে রাজিয়া নামের এক শিশু ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বৃহম্পতিবার সকালে।

ওই আত্মহত্যার ঘটনাকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে নিহতের পরিবারের কাছে পুলিশ ও স্থানীয়দের ম্যানেজ করার কথা বলে পুলিশকে না জানিয়ে কবর দিতে না দিয়ে সারাদিন ও রাত দেন-দরবার করে ৭০ হাজার টাকা দাবি করে স্থানীয় ইউপি সদস্য নুরু মিয়া,চৌকিদার আনোয়ার হোসেন ও আবদুল হালিমগং।

পরে ৫০ হাজার টাকা বাকি রেখে ২০ হাজার টাকা নগদ পেয়ে গত শুক্রবার সকালে লাশ কবরস্থ করতে দেয় ওই চক্র। এ ঘটনায় গতকাল উত্তরাধিকার৭১ এ সংবাদ প্রকাশের পর শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে সত্যতা পান।

এ অবস্থায় ওই স্থানীয় সাবেক ইউপি সদস্য নুরু মিয়া স্থানীয় আবদুর রহমানের মাধ্যমে নিহতের নানা দরিদ্র মফিজুল হকের কাছে সেই ২০ হাজার টাকা ফেরত দেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান,নুরু মিয়ার কাছে থেকে ২০ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেওয়া ব্যবস্থা করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত রাজিয়ার মামি রোজিনা আক্তার জানান,তাদের কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা তারা ফেরত পেয়েছেন।

প্রসঙ্গ গত বৃহস্পতিবার সকালে রাজিয়া আ্ক্তার(১২)নানার মোবাইল পাশে সাত্তারের বাড়ীতে চার্জ দিতে গিয়ে ওই বাড়ীর ৫শত টাকা চুরি করে। পরে সেটাকা ফেরতও দেয়। এতে রাজিয়ার মামা মোহাম্মদ আলী তাকে গালমন্দ করে। ঘটনাটি ঘটেছে উপজেলা সূয়াপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে।

(এএমএ/এসসি/জানুয়ারি,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test