E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় শেয়ালের উপদ্রব বৃদ্ধি

২০১৫ জানুয়ারি ১৯ ১৬:৪১:৩৩
সিংড়ায় শেয়ালের উপদ্রব বৃদ্ধি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : ঝোঁপ ঝাড়ের জন্য সাধারণত গ্রামাঞ্চলে শেয়ালের উপদ্রব খুব বেশি হয়। গ্রামাঞ্চলের অধিকাংশ গ্রামে দিনের বেলায় শেয়াল দেখা যায়। তবে সম্প্রতিকালে নাটোরের সিংড়া এলাকার ইউনিয়ন গুলোর পাশাপাশি পৌর শহরেও শেয়ালের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সুযোগ বুঝে মানুষকেও কামড়ে দিচ্ছে শেয়াল।

সম্প্রতি শেয়ালের কামড়ে এই উপজেলায় নারী শিশুসহ ২৫-৩০জন গুরুতর আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন জানায়, সম্প্রতি উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের একই পরিবারের আলামিন (১৬) ও কাওছার (০৯) এবং ওই গ্রামের রচনা (২০) শেয়ালের কামড়ে গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এক পরিসংখ্যানে তিনি জানান, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫-৩০ জন রোগীর শেয়াল কামড়ে দেওয়া রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ালের হাত থেকে রক্ষা পাচ্ছে না হাঁস, মুরগী, গরু, ছাগলসহ গৃহপালিত পশুও। সন্ধ্যা নামার পর থেকেই শেয়ালের ডাক শোনা যাচ্ছে পৌর শহরের বিভিন্ন মহল্লায়। আর সেই ডাকে আতংকিত হচ্ছে শিশুরা। আগে লোকজন দল বেধে শেয়াল নিধনের ব্যবস্থা করলেও ইদানিং এ চিত্র আর চোখে পড়ে না। ফলে শেয়ালের আনাগোনা আরও বৃদ্ধি পেয়েছে। কয়েক মাস আগে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন কর্মসূচি হলেও শেয়াল নিধনে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ।

ভুক্তভোগিরা জানিয়েছেন, দিন দিন যে হারে শেয়ালের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে তাতে তারা চরম আতংকিত হয়ে দিনযাপন করছেন। যেভাবে মানুষ আর গৃহপালিত পশু পাখির ক্ষতি হচ্ছে তার প্রতিকার না করলে ভবিষ্যতে এ সমস্যা আরও মারাত্বক আকারে দেখা দেবে।

পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা আধুনিক সাংস্কৃতিক একাডেমীর পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম বলেন, সন্ধ্যা রাত বাড়ির আশে পাশে শেয়াল ঘোড়াফেরা করছে। রাত করে বাজার থেকে বাড়ি ফেরার পথে দমদমা আলজামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসার গোরস্থান সংলগ্ন এলাকায় শেয়ালের উৎপাত বেশি দেখা যাচ্ছে।

এবিষয়ে চলনবিলের প্রত্যন্ত অঞ্চল উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউপির চেয়ারম্যান এম এম আবুল কালাম মৃধা ওই ইউনিয়নের কয়েকজনকে শেয়ালে কামড়ে দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এবিষয়ে ৪নম্বর কলম ইউপির চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, ইউনিয়নে শেয়ালের উৎপাত বেড়েছে। তবে এখনো শেয়ালের কামড়ে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

সিংড়া পৌরসভার মেয়র মু.শামিম আল রাজি বলেছেন, শেয়াল নিধনের ব্যাপারে তাদের সুস্পষ্ট কোন নির্দেশনা নাই। তবে শেয়াল যদি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে পরবর্তী পৌরসভার মাসিক সভার এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিবেন।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসকল রোগের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ থাকতে হবে। তিনি এবিষয়ে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, উপজেলা প.প. ও স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

(এমএআর/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test