E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলছিটি থানার বিতর্কিত ওসিকে প্রত্যাহার

২০১৫ জানুয়ারি ২১ ১৮:৪১:৫১
নলছিটি থানার বিতর্কিত ওসিকে প্রত্যাহার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি থানার ওসি আবুল খায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে তাকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়। ঝালকাঠির পুলিশ মো. মজিদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রশাসনিক কারনে তাকে প্রত্যহার করে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

জানা গেছে, বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথায় এলাকায় মঙ্গলবার রাতে আবদুল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি যাত্রীবাহী বাসে দুবৃত্তদের ছোড়া পোট্টোল বোমার নিক্ষেপের ঘটনায় ৭ যাত্রী আগ্নিদদ্ধ হয়। এর মধ্যে ৩জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম’এ ভর্তি করা হয়েছে। রাতে এ ঘটনা ঘটলেও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে যান।

এছাড়াও গত ১০ জানুয়ারি রাতে নলছিটি মুক্তিযোদ্ধা ভবন ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাতে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। খবর পাওয়ার পরও নলছিটি থানার ওসি ঘটনাস্থলে যাননি। পেট্রোল বোমা নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে মুক্তিযোদ্ধারা ১২ জানুয়ারি একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক সমাবেশে তারা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নলছিটি থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান। এ সব ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে প্রত্যাহার করে। এর আগেও তিনি থানায় বসে মদ্যপান করার সময় ৩ বোতল বিদেশী মদ সহ আটকের পর পুলিশ সুপার ঝালকাঠি সদর থানা থেকেও তাকে প্রত্যাহার করা হয়েছিল।

(এসএম/এএস/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test