E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে ভিজিডি কার্ড বঞ্চিতদের সংবাদ সম্মেলন

২০১৫ জানুয়ারি ২৬ ১৪:৩৬:৫৮
নন্দীগ্রামে ভিজিডি কার্ড বঞ্চিতদের সংবাদ সম্মেলন

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমানের বিরুদ্ধে ভিজিডির চুড়ান্ত তালিকা নাম বাদ দেওয়ার অভিযোগ এনে ভূক্তভোগীদের সাথে নিয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

গত সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, ২০১৫-১৬অর্থ বছরে ভিজিডি কর্মসূচি মহিলাদের জন্য ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ ৩৬০টি কার্ড বরাদ্দ পায়। চেয়ারম্যান সাহেব বিষয়টি ইউনিয়নের পরিষদের সকল সদস্য/সদস্যাদের অবহিত করেন। পরপর দুটি সভায় ইউপি সদস্যদের উপস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে ৪০জন মহিলা ভিজিডি কার্ড পাবে বলে হিসাব দেখানো হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রফিকুল ইসলাম আরোও বলেন, চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান সকল ইউপি সদস্যদের ডেকে নিয়ে ৪০টির পরিবর্তে প্রতিটি ওয়ার্ডে ১৮টি করে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত করতে বলেন এবং কার্ডপ্রতি ১হাজার টাকা করে নেওয়ারও নির্দেশ দেন। কয়েকদিন পর পরিষদের সচিব সাহেব মোবাইল ফোনে আমার কাছে নামের তালিকা চায়। সে মোতাবেক আমার ওয়ার্ডের ১৮জন দ্ররিদ্র মহিলাদের আইডি কার্ডের ফটোকপি সনাক্ত করে সচিবের কাছে জমা দেই। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ওইদিন চেয়ারম্যান সাহেব আমাকে একাই ডেকে নিয়ে পুনরায় কার্ডপ্রতি ১হাজার টাকা দাবি করেন। এরপর চুরান্ত তালিকা যাচাইয়ের জন্য গত ২৩ জানুয়ারি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদে এসে সু-দক্ষতার সাথে তালিকা যাচাই করেন। তখন দেখা গেছে, ২০১১-১২ ও ২০১৩-১৪ অর্থ বছরে ভিজিডি কার্ড উপকারভোগীদের আবারো তালিকায় নাম দেওয়া হয়েছে। সেসব তালিকা সনাক্ত করে (ক্রস চিহ্ন) বাতিল করে দেন মহিলা বিষয়ক কর্মকর্তা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়াল অনুযায়ি আমার ওয়ার্ড আসলে দেখি, তালিকা দেওয়া ১৮জনের কোন নাম নেই। চেয়ারম্যানকে ১৮টি কার্ডে যথাক্রমে ১৮হাজার টাকা না দেওয়ায় আমার তালিকাভূক্ত মহিলাদের ভিজিডি কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। তাই যেসব মহিলাদের ভিজিডির কার্ডের তালিকায় নাম দেওয়া হয়েছে- যাচাই করে অযোগ্য ও স্বচ্ছ মহিলাদের তালিকা থেকে বাদ দেওয়া হোক। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিজিডির তালিকায় দুস্থ-অসহায় মহিলাদের নাম প্রদানসহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমানের বিচার দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভিজিডি কার্ড বঞ্চিত কাজলী, কল্পনা, গোলাপী, হাছিনা, সবিতা, রেহেনা, শায়েরা, নুরুন্নাহার, আকলিমা, আছমা, শাহিনুর, ছালমা, শাহিনুর, সাহিদা, গীতা, আছিয়া প্রমূখ।

(এমএন/পিবি/জানুয়ারি ২৬,২০১৫)




পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test