E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে দূর্ধর্ষ ডাকাতি

২০১৫ জানুয়ারি ২৬ ১৪:৪৫:২৬
নন্দীগ্রামে দূর্ধর্ষ ডাকাতি

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল ১০টি গরু, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার মধ্যরাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের হোসেন আলীর বাড়িতে ১৫-২০জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল হানা দেয়। প্রথমে হোসেন আলীর মুখে ক্রসটেপ ও তার পরিবারের সদস্যদের মুখ-হাত-পা বেঁধে ফেলে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি ষাড় গরু, ৩টি গাভী, নগদ ৫০হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী হোসেন আলী জানান, রাত ১টার দিকে ১৫/২০জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রাচীর ঘেরা দোকান ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির আসবাবপত্র তছনছ করে আনুমানিক ৫০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মোবাইল ফোন লুট করে করে। পরে ডাকাতদল গরুগুলো ট্রাকে করে নিয়ে বীরদর্পে চলে যায়। এতে আমার প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ(ওসি) আবু হায়দার মো: ফয়জুর রহমান জানান, খবর শুনেই সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
(এমএন/পিবি/জানুয়ারি ২৬,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test