E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাশকতা মামলার আসামীকে সহযোগিতা করায় বগুড়ায় ২ আইনজীবিকে শো-কজ

২০১৫ জানুয়ারি ২৬ ২০:০৫:২১
নাশকতা মামলার আসামীকে সহযোগিতা করায় বগুড়ায় ২ আইনজীবিকে শো-কজ

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নাশকতা ও ভাঙচুরের মামলায় আসামীর জামিনে সহযোগিতা করায় ২ আইনজীবিকে শো-কজ করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী আইনজীবি পরিষদের নেতৃবৃন্দ ঐ দুই আইনজীবিকে তাদের নির্ধারিত আদালত থেকে সরিয়ে দেয়ার আবেদনও জানিয়েছেন। শো-কজ প্রাপ্ত আইনজীবি হলেন অতিরিক্ত পিপি এড. জাকির হোসেন নবাব ও এপিপি এড. সাথী হান্নান। এদের মধ্যে এড. নবাব জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি এবং অপর আইনজীবি এড. সাথী হান্নান জেলা জাপার নেতা ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি।

সোমবার বগুড়া জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এড. আব্দুল মতিন জানান, বগুড়া সদর থানা বিএনপির সহ সভাপতি ও নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সদর থানার ভাঙচুর ও নাশকতা মামলার আসামী। তাকে জামিনে মুক্ত করতে ঐ দুই আইনজীবি সহযোগিতা করেছেন। এ কারনে সংগঠন থেকে তাদেরকে শো-কজ এবং উভয়কে তাদের আদালত থেকে সরিয়ে অন্য আদালতে নিযুক্ত করার আবেদন জানানো হয়েছে।

(এএসবি/পি/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test