E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠি পৌর মেয়রের বাসায় পেট্রোল বোমা

২০১৫ জানুয়ারি ২৬ ২০:৫২:০৩
ঝালকাঠি পৌর মেয়রের বাসায় পেট্রোল বোমা

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক আফজাল হোসেনের বাসায় পেট্টোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ঘরের ভেতরে আগুন লেগে সোফাসহ কিছু মালামাল পুড়ে যায়।

গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ডাক্তাপট্টি এলাকায়এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনের জানালা দিয়ে কয়েকটি পেট্ট্রোল বোমা বাসার ভেতরে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ফায়ারসার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বাসার কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পৌর মেয়র আফজাল হোসেন জানান, অবরোধকারী বিরোধী দলের সাথে তার শক্রুরা মিলে তাকে পুড়িয়ে মারার জন্য পেট্ট্রোল বোমা হামলা চালিয়েছে। আগুনের খবর শোনে তিনি বাসায় এসে তাৎক্ষনিক সবাদ সম্মেলনে তার জীবনের নিরাপত্তার জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন। এ ঘটনায় কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসভবনে আগুনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির নলছিটিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি দুলাল শরীফের বাসভবনে আগুন দেওয়ার প্রতিবাদে ও নাশকতাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে নলছিটি উপজেলা বাসীর ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. এসকেন্দার আলী খান, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মুনির ও সংস্কৃতিকর্মী তপন দাস। এসময় বক্তারা উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসভবনে আগুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাশকতাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।


(এএম/এসসি/জানুয়ারি ২৬,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test