E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ড. রাধা বিনোদ পালের জন্মদিন পালিত

২০১৫ জানুয়ারি ২৭ ১৮:৪৬:৪৯
কুষ্টিয়ায় ড. রাধা বিনোদ পালের জন্মদিন পালিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে আর্ন্তজাতিক বিচারপতি ড. রাধা বিনোদ পালের ১২৯ তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলাধীন সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের বাস্তভিটায় ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল প্রাঙ্গনে এ জন্মদিন পালিত হয়।

এতে কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন বিশ্বাস।

বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এম এ বারী, শ্রীরামপুর দাখিল মাদ্রাসার সুপার আজিজুল হক, কে,এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হক, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ফেরদৌস, কাকিলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহান নারগিস, কাকিলাদহ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ, আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সদরপুর ইউপি সদস্য আব্দুল হান্নান, শ্রীরামপুর মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর বারী প্রমুখ। আরো বক্তব্য রাখেন কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, জাসদ নেতা আনারুল হক, সুন্নত আলী, রহমত আলী গায়েন, মনির উদ্দিন, আশাদুল হক, কাকিলাদহ সেন্টারপাড়া এআইসিসির কম্পিউটার প্রোগ্রামার আব্দুল আহাদ, স্কুলের শিক্ষক রিজিয়া খাতুন মুক্ত, রমজান আলী, ছহির উদ্দিন, শামিমা আক্তার লিজা, রাবেয়া খাতুন, মাহামুদা আক্তার রুবি, জসিম উদ্দিন, আমানুল্লাহ, আছিয়া খাতুন প্রমুখ।

উল্লেখ্য, ১৮৮৬ সালে কুষ্টিয়ার দৌলতপুর তারাগুনিয়ার সলিমপুর গ্রামে বিচারপতি ড. রাধা বিনোদ পাল জন্ম গ্রহণ করেন।

(কেকে/এএস/জানুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test