E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় চলছে ছাত্রদলের ৩৬ ঘন্টার হরতাল, আটক ১৮

২০১৫ জানুয়ারি ২৮ ১৪:১৮:১৬
কুষ্টিয়ায় চলছে ছাত্রদলের ৩৬ ঘন্টার হরতাল, আটক ১৮

কুষ্টিয়া প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির ২৩ তম দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ছাত্রদলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল চলছে।

আজ বুধবার ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ইবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ জানান, “সুনির্দিষ্ট কোনো অভিযোগে ছাড়াই পুলিশ ছাত্রদল সভাপতি ওমর ফারুককে গ্রেফতার করার প্রতিবাদে আজ বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘন্টার হরতাল কর্মসুচি পালন করা হবে।”
এদিকে হরতালে নাশকতার আশংঙ্খায় কুষ্টিয়ার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি সমর্থিত দুইজন ইউপি চেয়ারম্যানসহ জামায়াত-বিএনপির ১৮ নেতা কর্মীকে জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে আব্দুর রশিদ হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আটক হায়াত আলী মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন বিএনপির সভাপতি।
মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়ার ইবি থানা পুলিশ ১০ জন বিএনপি এবং পাঁচ জামায়াত নেতাকর্মী কুষ্টিয়া মডেল থানায় বিএনপির দুইজন এবং কুমারখালী থানা এক বিএনপি কর্মীসহ মোট ১৮ জনকে আটক করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, হরতালে জেলার বিভিন্ন এলাকায় নাশকতার আশংঙ্খায় এদের আটক করা হয়েছে।
(কেকে/পিবি/জানুয়ারি ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test