E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

২০১৫ জানুয়ারি ২৯ ২০:৪৫:১৭
সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের চকসিংড়া মহল্লায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এঘটনায় আহতদের উপজেলা কমপ্লেক্সসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বসত বাড়িতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওই মহল্লার তোফাজ্জল হোসেনের সাথে সমজান পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তোফাজ্জল পক্ষের লোকজন বেড়া ভাংচুর করতে গেলে সমজান পক্ষের লোকজন বাধা দেয় এতে প্রথম দফার সংঘর্ষে তোফাজ্জল পক্ষের ৩জন আহত হয়।

পরে দ্বিতীয় দফার হাসুয়া, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে মহিলা সহ উভয় পক্ষের ২০জন আহত হয়।

আহতরা হলেন, তোফাজ্জল হোসেন (৪৫), সাহাকুল ইসলাম (৩৬), নজরুল ইসলাম (৩৫), নূরনবী (৩২), রাজু আহমেদ (২২), লিখন (২৫), মুক্তার (৩২), জহুরুল ইসলাম (২৫), সেলিম (২৮), জাহেরুন (৬০), সাইফুল (২৭), সুজন (২৬), শাহনাজ (৩৫), সামাদ (৪০), সমজান হোসেন গোলজার (৫৬), লুৎফা (৫০), সুলতানা (২৫), সাজেদা (৪০), সবুজ (১৮) ও শিউলী (৩৫)। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত অবস্থায় তোফাজ্জল হোসেন (৪৫), সাহাকুল ইসলাম (৩৬), নজরুল ইসলাম (৩৫) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত সমজান হোসেন গোলজার জানান, সম্প্রতি ওইখানে ১৪ শতাংশ জায়গার ডিগ্রি পেয়েছেন তারা। আর সেই জায়গাতেই বেড়া দিতে গেলে প্রতিপক্ষ তোফাজ্জল তাদের উপর অতর্কিত হামলা চালায়।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে দুপক্ষের কেউ এখনো থানায় অভিযোগ করেনি।

(এমআর/এসসি/জানুয়ারি২৯,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test