E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানব বন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৫:৪২:১৭
সিংড়ায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানব বন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : বিএনপি-জামায়াতসহ ২০ দলের ডাকা দেশব্যাপী বিরামহীন অবরোধ, হরতাল, গাড়ী ভাংচুর, পেট্রোল বোমা মেরে গাড়ী পোড়ানো ও মানুষ খুনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় উপজেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মানব বন্ধন করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সামনে এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয় উপজেলার শত শত শ্রমিক ও বাস, ট্রাক ,সিএনজি মালিকরা।

জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি আশরাফুল ইসলাম স্বপন ও উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালামের যৌথ সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম বাদল, বাস মালিক হাসান ইমাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক ডালিম আহমেদ ডন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, উপজেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বক্তারা বিএনপি-জামায়াতের দেশব্যাপী বিরামহীন অবরোধ, হরতাল, গাড়ী ভাংচুর, পেট্টল বোমা মেরে গাড়ী পোড়ানো ও মানুষ খুন বন্ধ করার আহবান জানান। দেশের অর্থনীতিকে গতিশীল রাখা, পরিবহন খাতে সম্পৃক্ত মালিক, শ্রমিক সকলের জানমালের নিরাপত্তা ও এস এস সি পরীক্ষার্থীদের সুষ্ঠ পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণের কথা বিবেচনা করে অবরোধ,হরতাল প্রত্যাহারের দাবি জানান তারা।
(এমএমআর/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test