E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় পেট্রোল বোমায় নিহত ১

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১২:২৯:২৪
বগুড়ায় পেট্রোল বোমায় নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল চলাকালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী নিহত হয়েছে।

এ ঘটনায় চালকসহ ২জন গুরুত্বর আহত এবং ট্রাকসহ ৩টি বাস পুড়ে গেছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টায় বগুড়া-রংপুর মহাসড়কের ছোট বেলাইল এলাকায় ট্রাকটিতে প্রেট্রাল বোমা হামলা করে দূর্বৃত্তরা। এতে ট্রাক চালক পলাশ (৩৫), পান ব্যবসায়ী মামুনুর রশিদ (৩২) ও পান ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৮) দগ্ধ হন। পুলিশ তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহিদুলের মৃত্যু হয়। নিহত শহিদুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বনতেঘরি গ্রামের আফজাল হোসেনের পুত্র। তিনি বলেন, ঝিনাইদহ থেকে পান নিয়ে ট্রাকটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। ভোররাতে বগুড়া সদরের ছোট বিলাইল এলাকায় পৌঁছালে ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে নিয়ন্ত্রন হারিয়ে পাশেই একটি গ্যারেজে থাকা বাসে ধাক্কা দেয়। এতে আরো ২টি বাস সম্পুর্ন পুড়ে যায়। এছাড়া আরো একটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। আহত ট্রাক চালক পলাশের অবস্থা আশংকাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হচ্ছে বলে জানা গেছে। তিনি ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন। অপর ব্যবসায়ী মামুনের বাড়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জে। অপরদিকে বুধবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় পেট্রোল পাম্পে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রাত আনুমানিক ১০টার দিকে বগুড়ার মহাস্থান গড় এলাকার উত্তরন ফিলিং ষ্টেশনের মাটির নিচে রাখা ফুয়েল রিজার্ভ ট্যাংকিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। বিষয়টি তৎক্ষনাত টের পেয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় সেখানকার নিরাপত্তা কর্মীরা। ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় ফিলিং ষ্টেশনটি। ঘটনার পর থেকে আশপাশের ফিলিং ষ্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test