E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় পুলিশের ট্যুরিষ্ট কার্যক্রম শুরু

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১৪:৪৭:০২
কুয়াকাটায় পুলিশের ট্যুরিষ্ট কার্যক্রম শুরু

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুর থেকে ট্যুরিষ্ট পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় খুশি কুয়াকাটার হোটেল-মোটেল ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ ও পর্যটকরা। পর্যটকদের দাবি এখন জরুরী ভিত্তিতে কুয়াকাটার চিহ্নিত প্রতারক,মোবাইল ছিনতাইকারী ও ইভটিজারদের গ্রেফতার করতে পারলে কুয়াকাটা হবে বিশ্বের নিরাপদ পর্যটনকেন্দ্র।

কুয়াকাটা পৌর শহরের আন্দবাড়ি গেষ্ট হাউসের কয়েকটি রুমে ৩৪ জন সদস্য নিয়ে রবিবার এ ট্যুরিষ্ট পুলিশের কার্যক্রম শুরু হয়। কুয়াকাটা পৌর শহরে বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিন ও স্থানীয় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করে তাদের কার্যক্রম শুরু করেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ওসি শাহজাহান মনির।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ওসি শাহজাহান মনির জানান, তিনি এ ক্যাম্পের দায়িত্বে আছেন। বর্তমানে তিনজন এসআই, নয়জন এএসআইসহ ৩৪ জনের একটি টিম এখানে দায়িত্ব পালন করবেন। কুয়াকাটা সৈকতের বিস্তীর্ন এলাকায় পর্যটকদের নিরাপত্তায় তারা ২৪ ঘন্টা কাজ করবেন বলে জানান।
উল্লেখ্য,২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়ায় এক জনসভায় কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চালুর ঘোষণা দেন। তার ঘোষনার তিন বছরের মধ্যে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চালু হওয়ায় খুশি সর্বস্তরের মানুষ।
(এমআর/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test