E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারের গাড়ীতে অগ্নি সংযোগের মামলায় রবিউল গ্রেফতার

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:২৫:৪৩
মৌলভীবাজারের গাড়ীতে অগ্নি সংযোগের মামলায় রবিউল গ্রেফতার

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : আজ শনিবার মৌলভীবাজারের বড়লেখায় গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ বিশেষ ক্ষমতার আইনের এজহার নামীয় আসামী সিএইচসিপি (স্বাস্থ্য কর্মী) রবিউল ইসলাম সুহেলকে(২৫) গ্রেফতার করেছে। সে উপজেলার  বড়লেখা সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র ও ডিমাই কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি)পদে কর্মরত। চাকুরীর পাশাপাশি গোপনে রবিউল ইসলাম সুহেল জামায়েত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ততার রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে উপজেলার চান্দগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম সুহেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম সুহেল গত ১২ ফেব্রুয়ারিতে উপজেলার মাইজগ্রামে যাত্রীবাহী রুপসী বাংলা গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার এজাহার নামীয় একুশ নাম্বার আসামী।
এর আগে ২০১৪সালের ২জুন ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশীটভূক্ত আসামী হিসেবে পুলিশ রবিউল ইসলাম সুহেলকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে জামিন লাভ করে সে আবার কর্মস্থলে যোগদান করে।
বড়লেখার থানার ওসি (তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে গাড়ীতে অগ্নিসংযোগের মামলার আসামী ছাড়াও ছাত্রলীগ কর্মীকে মারধর সহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।
(এলএস/পিবি/ফেব্রুয়ারি ২৮,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test