E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিল্কভিটার অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট প্রত্যাহার

২০১৫ মার্চ ০১ ১৮:২৫:৩৬
মিল্কভিটার অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট প্রত্যাহার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পাঁচদিনের অবস্থান ধর্মঘট কর্মসূচী চলার পর রবিবার বিকাল থেকে চলমান অনিদৃষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও স্থাণীয় সংসদ সদস্যর সঙ্গে মুঠোফোনে আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে ছাটাইকৃত শ্রমিকরা তাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে।

আন্দোলনকারী ছাটাইকৃত শ্রমিকদের মধ্যে শাহ আলম, আজমত আলী ও রবিউল ইসলাম স্বপন বলেন, মাননীয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমদের মাধ্যমে মুঠোফোনে আলোচনা হয়েছে। আমাদের চাকরি ফিরে পাওয়ার বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন। যে কারনে আমরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আন্দোলনরত শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় মিল্কভিটায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। দুধ সংগ্রহ এবং দুধ ঢাকায় পাঠানোর কাজ স্বাভাবিক হয়েছে।

বাঘাবাড়ি মিল্কভিটার কারখানা ব্যবস্থাপক ইদ্রিস আলী জানান, ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার পর গতকাল রবিবার বিকাল থেকে দুধ ঢাকায় পাঠানো হয়।
উল্লেখ্য ৭০জন ছাটাইকৃত শ্রমিক তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য গত বুধবার থেকে মিল্কভিটার প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছিলো।

অপরদিকে গতকাল রবিবার বিকালে উপজেলার পোতাজিয়া উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মিল্কভিটার আওতাধীন শতাধিক প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ মতবিনিময় সভা করেন। সভায় সমবায়ীরা বলেন, চলমান শ্রমিক ধর্মঘটের কারনে পাঁচ দিন মিল্কভিটা সকাল বেলার দুধ সংগ্রহ করেনি। এতে প্রতিদিন ৯০ হাজার লিটার দুধ সমবায়ীদের প্রতিলিটার ২০ টাকা কম মূল্যে বাইরে বিক্রয় করতে বাধ্য হয়েছে। যে কারনে পাঁচ দিনে প্রায় এককোটী টাকা সমবায়ীদের লোকসান গুনতে হয়েছে। বক্তারা আরও বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, মিল্কভিটার প্রশাসনিক দূর্নীতি ও কারখানার আধুনিকায়ন না করায় কারখানার উৎপাদন ক্ষমতা অর্ধেক নেমে এসেছে। ফলে সমবায়ীরা মাঝে মধ্যে উৎপাদিত দুধ কমমূল্যে বাইরে বিক্রয় করছে। মিল্কভিটা দুধ সংগ্রহ করলে সমবায়ীরা কোন সময় ক্ষতিগ্রস্ত হতোনা।

সভায় রেশমবাড়ী পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. শহীদ আলী, শ্রী সুবীর কুমার ঘোষ, মহিউদ্দীন প্রমানিক, আলহাজ্ব রইচ উদ্দীন, বদরুল আলম, আবুল কালাম চৌধুরী প্রমুখ।

(এআরপি/এএস/মার্চ ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test