E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় পরীক্ষার্থীর হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি

২০১৫ মার্চ ০৩ ১৬:৪০:৫২
কুষ্টিয়ায় পরীক্ষার্থীর হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী ইমরান (১৫)’কে খুনের ঘটনায় ঘুষ নিয়ে প্রকৃত হত্যাকারীকে ছেড়ে দেয়া ও নিরপরাধীকে আটক করার অভিযোগ তুলে দোষী পুলিশ কর্মকর্তা ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে নিহতের লাশ নিয়ে ডিসি কোর্ট চত্বর ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত ডিসি কোর্ট চত্বর ঘেরাও করে অবস্থান নেয় তারা।

নিহত ইমরানের পিতা রমজান খান হিটু’র অভিযোগ, সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরতলী জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার সময় সৃষ্ট বিরোধে ছুরিকাঘাতে ইমরান (১৫) নিহত হয়। প্রকাশ্য দিবালোকে ইমন (১৬) নামের এক যুবক ইমরানের শরীরের বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাত করলে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ইমন’কে আটক করে পুলিশে সোর্পদ করে। কিন্তু নিকটস্থ জগতি পুলিশ ক্যাম্পের আইসি এএসআই আলীম তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসাবাদের নামে নিহতেরই এক স্বজন শাহীনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে ফুসে উঠে এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারসহ ন্যায় বিচারের দাবিতে প্রায় সহশ্রাধিক এলাকাবাসী জেলা প্রশাসন ঘেরাওয়ের কর্মসূচী পালন করে।
এসময় ঘটনাস্থলে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দিলে লাশ নিয়ে বাড়ি ফেরে স্বজনরা।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দুটি ঘটনায় খতিয়ে দেখছি। পুলিশ কর্মকর্তা যদি দোষ করে অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি করা হবে। আর খুনিদেও ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এবিষয়ে অভিযুক্ত জগতি পুলিশ ক্যাম্পের আইসি এএসআই আব্দুল হালিম জানান, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় ভিত্তিহীন।
রিপোর্ট লেখা পর্যন্ত এখুনের ঘটনায় মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ জনকে আটক করেছে বলে মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়।
(কেকে/পিবি/মার্চ ০৩,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test