E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ফলাফল ঘোষণা

২০১৫ মার্চ ০৭ ১২:২৮:১৬
কুষ্টিয়ায় মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ফলাফল ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মাহাবুল সভাপতি, মোকাদ্দেস সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সাহিত্যিক মীর মোশরফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ হয়ে গভীর রাত পর্যন্ত গননা হলে। এতে মোট ভোটার সংখ্যা ৮৭২১। এর মধ্যে ভোটাধীকার প্রয়োগ করেন ৬৩০৬ জন। ১৮টি বুথে ভোট গ্রহণ চলে। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এ্যাডঃ অনুপ কুমার নন্দী। কমিশনের অন্য দু’সদস্য হলেন এ্যাডঃ রমেশ চন্দ্র দত্ত এবং এ্যাডঃ আ.স.ম আখতারুজ্জামান মাসুম।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক এ নির্বাচনে ৩০ জন প্রিজাইডিং অফিসার এবং ২৫ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ভোটারদের দীর্ঘ লাইন ধরে ভোট দিতে দেখা দেখা গেছে। ভোট ক্যাম্পের বাইরে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় চলেছে উৎসবের আমেজ। বিভিন্ন বাদ্য বাজনাসহ প্রার্থীদের দফায় দফায় মিছিল করতে দেখা গেছে। দেয়ালে দেয়ালে লাগানো হয় পোষ্টার। সব মিলিয়ে কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক-২০১৫-২০১৭ এ নির্বাচনে ২১ টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেছেন। আর যুগ্ম-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম (ডাবলু)।
কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি হাসানুজ্জামান স্মরণকে ২৫১৮ ভোটে পরাজিত করে মাহবুব আলম রেঞ্জ প্রতিক বিজয়ী হয়েছেন। মাহাবুল আলমের প্রাপ্ত ভোট ৪০৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাসানুজ্জামান স্মরণ উড়োজাহাজ প্রতিকে ১৫৩৭ ভোট পেয়েছেন। কার্যকরী সভাপতি ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন প্রার্থী। এর মধ্যে কার্যকরী সভাপতি পদে কুড়ে ঘর প্রতিকে ৩১৮১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ মুকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান শাপলা প্রতিকে ১৫৫৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন প্রার্থী। এর মধ্যে আব্দুর রাজ্জাক বাস প্রতিকে ৩০৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আজিজুর রহমান বাঘ প্রতিকে ১৫১৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন প্রার্থী। এর মধ্যে বর্তমান সাধারন সম্পাদক আফজাল হোসেনকে পরাজিত করে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন মোকাদ্দেস হোসেন। তিনি হাঁস প্রতিকে ৩২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আফজাল হোসেন মাছ প্রতিকে ২৫৮০ ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক ১টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নজরুল ইসলাম (ডাবলু) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে ইসারত আলী ভাগ্নে রিক্সা প্রতিকে ১৯৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কারিবুল ইসলাম দোয়াত কলম প্রতিকে ১৭৪৮ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ফারুক আহমেদ মই প্রতিকে পেয়েছেন ১৬৪৭ ভোট। সাংগঠনিক সম্পাদক ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে সরোয়ার হোসেন ডাব প্রতিকে ২৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী লিয়াকত আলী ট্রাক প্রতিক পেয়েছেন ১৭৬৮ ভোট। অপর প্রার্থী রওশন আলী হাতুরি প্রতীক পেয়েছেন ১১০৯ ভোট। কোষাধ্যক্ষ ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী। এর মধ্যে মোছাবুল হক ঢোলক প্রতিকে ১১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রেজাউল করিম দিলু খেজুর গাছ প্রতিকে ৮৭৯ ভোট পেয়েছেন। কোদাল প্রতিকে হেলালুজ্জামান ৫৫০ ভোট, বাস প্রতিকে আনোয়ার হোসেন ৬৬১, একতারা প্রতিকে কারিবুল শেখ ৩৫৬, ছাতা প্রতিকে রবিউল ইসলাম ৭১৬ ও হাতি প্রতিকে ইয়াসিন প্রামানিক ৩৩৩ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন প্রার্থী। এর মধ্যে আম প্রতিকে আনিসুর রহমান ২২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সেলিম উদ্দিন চশমা প্রতিকে ১৮৯৯ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন প্রার্থী। এর মধ্যে ফুটবল প্রতিকে ২৮১৬ ভোট পেয়ে হারুন অর রশিদ বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এলেম শেখ মিয়া হরিণ প্রতিকে ২২৫৪ ভোট পেয়েছেন।

(কেএইচ/পিবি/মার্চ ০৭,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test