E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বর্তমান সরকারের আমলে বিদ্যুত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে'

২০১৫ মার্চ ০৭ ১৯:০০:০৭
'বর্তমান সরকারের আমলে বিদ্যুত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে'

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। অন্ধকারগ্রাম গুলোতে বিদ্যুতের আলো পৌঁছেছে। লোডশেডিং কমেছে। সরকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এই ব্যবস্থা করেছে। ২০২১ সালের মধ্যে প্রতিটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুত সেবা পৌঁেছ দেয়া হবে। এই বিদ্যুতের সঠিক ব্যবহার করে এলাকার উন্নয়ন ঘটাতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

শনিবার বেলা ১২টায় বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাটগাড়ী স্কুল মাঠে গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম মো: আব্দুর রহিম, সাপ্তাহিক আজকের শেরপুর শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ভোলা,যুবলীগ নেতা ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের সা: সম্পাদক শরীফ উদ্দিন ফরিদ,প্রকৌশলী আসিফ ইকবাল সানি, আরিফুজ্জামান আরিফ,জিহাদুল ইসলাম জিহাহ,নুর হোসেন, মোমিন,সেলিম রেজা, আবু সাঈদ, ইসমাইল হোসেন,রনি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সুইচ টিপে ১১৪টি বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।

(এনএএম/অ/মার্চ ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test