E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ার আম-লিচুর মুকুলের সমারোহ

২০১৫ মার্চ ০৯ ১৩:৩৭:১২
আগৈলঝাড়ার আম-লিচুর মুকুলের সমারোহ

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সবুজ নয়নাভিরাম প্রকৃতির সর্বত্রই চোখে পরছে আম ও লিচুর মুকুল। এক বসন্তকাল অন্যদিকে ফুল ফোটার ভরা মৌসুমে গত বছরের চেয়ে এবছর অধিক পরিমাণ গাছে আম আর লিচুর মুকুলের সমারোহ।

মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় ছোট বড় সব গাছে এবার ব্যাপক পরিমান মুকুল ধরেছে। বর্তমান আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকলে মৌসুমী ফল আম আর লিচুর উৎপাদন প্রায় দ্বিগুন হবে বলে জানিয়েছেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান। তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে চাষীরা স্প্রে দিয়ে অষুধ প্রয়োগ করে মুকুল আটকানো এবং পোকা দমনের চেষ্টা করছেন। উপজেলা সদরসহ ৫টি ইউনিয়নের অনেক জায়গায় এখন বানিজ্যিক ভাবে আম, লিচু ও কাঠালের চাষ করা হচ্ছে। আগের তুলনায় এলাকায় বেড়েছে বাগান ও ফলের চাষ। এলাকায় বাগানের পাশাপাশি সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফাঁকা জায়গায় সারি সারি করে বিভিন্ন প্রকার ফলজ গাছ রোপন করা হচ্ছে বন বিবঅগের উদ্যোগে। তিনি আরও জানান, গত এক সপ্তাহের বৈরী আবহাওয়ায় আমের মুকুলের পরাগায়ন বিঘ্ন, ছত্রাকজনিত রোগের আক্রমন, পোকার আক্রমনে মুকুলে এ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয়ার সম্ভাবনা বৃস্টির কারণে কমে গেছে। তিনি আরও জানান, ৯৯ ভাগ মুকুলে কোন গুটি হয়না। আবার বিভিন্ন কারণে গুটিও হলেও ঝরে পরে। মাটিতে প্রয়োজনীয় রস না থাকলে গুটি ঝরার হার বেড়ে যায়। তাছাড়া নিয়ম ভঙ্গ করে গ্রাম গ্রামে ইট ভাটা স্থাপিত হওয়ায় এর ছাই প্রতি বছর আমের মুকুলের ক্ষতি করছে। যদিও এবার প্রচুর মুকুল এসেছে, তবে ফলন নির্ভর করবে পরবর্তী আবহাওয়ার উপর।
(টিবি/পিবি/মার্চ ০৯,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test