E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঝালকাঠির নলছিটিতে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজ শুরু

২০১৫ মার্চ ০৯ ১৪:২৭:০২
ঝালকাঠির নলছিটিতে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজ শুরু

ঝালকাঠি প্রতিনিধি : তৃণমূলে বসবাসকারী অসহায়, গরিব মানুষের সহায়তার লক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুরে বেরসরকারি উদ্যোগে এম আলী দাতব্য হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে। জাইকার উপদেষ্টা এবং বাংলাদেশ-জাপান ফেন্ডসিপ এসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল রবিবার হাসপাতাল ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। পরে তিনি পশ্চিম গোপালপুর ডা. মোঃ আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় জাইকা থেকে হাসপাতালটির জন্য সর্বাত্মক সহযোগিতায় আশ্বাস দিয়ে গ্রামপর্যায়ের মধ্যে হাসপাতালটি একটি মডেল চিকিসাকেন্দ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালের উদ্যোক্তা, এলাকার সন্তান ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন বাবলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবীণ শিক্ষক ও নেয়ামতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক সিকদার, সমাজসেবক বজলুর রশিদ হাওলাদার, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান মোঃ এনামুল হক আলম, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ, অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও হাসপাতালের উদ্যোক্তা ডা. আনোয়ার হোসেন বাবলু জানান, পর্যায়ক্রমে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হবে এবং এখানে আধুনিক চিকিৎসার সব ব্যবস্থা থাকবে। এছাড়া মানুষ সেবা পাবে সম্পূর্ণ বিনামূল্যে।

(এএম/এএস/মার্চ ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test