E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইংলিশদের হারিয়ে মুশফিকের শহরে আনন্দ মিছিল

২০১৫ মার্চ ১০ ১৫:১৩:৩০
ইংলিশদের হারিয়ে মুশফিকের শহরে আনন্দ মিছিল

বগুড়া প্রতিনিধি : এই শহরে অনেক তারকা। এই শহরের অনেক খ্যাতি। অনেক অর্জনও। কিন্তু, সব অর্জনই মুছে যায় ক্রিকেটের কাছে। সব সহিংসতার আকাশ চিড়ে বের হয়ে আসে ক্রিকেটের আনন্দ। বগুড়া এখন ক্রিকেটের শহর। এ শহরের মাটি বাতাস নিয়ে বেড়ে উঠেছে ক্রিকেট প্রেমিরা। বেড়ে উঠেছে মুশফিকুর রহীম মিতু। শাফিউল ইসলাম সুহাস। এ শহরের মানুষ দূর্বিষহ দিনগুলি ভুলতে চাইছে। এই শহর আর এই শহরের মানুষকে আরো এগিয়ে নিতে চাইছে সকল মানুষ। আমরা তো বন্দি হতে চাই না জুজুর আন্দোলনে। মুক্ত হতে চাই স্বাধীন দেশে।

ঠিক এমনই কিছু প্রত্যয় নিয়ে হাজার হাজার মানুষ গতকাল সোমবার বগুড়া শহরে ও শহরের আশপাশে আনন্দ মিছিল করেছে। ইংলিশদের উইকেট উড়িয়ে দিয়ে জয়ের মিছিল করেছে। হরতাল অবরোধ উপেক্ষা করে আতশবাজি পুড়িয়েছে। অথচ এইরকম ভিন্ন কিছু আতশবাজি পুড়ালে মানুষ ভয়ে পালিয়ে যায়। মানুষ লুকিয়ে যায় তোমাদের বিকট শব্দের অসাবধানীতে। ক্রিকেটের অসবাধানীতে লুকায় না, ঘর ছেড়ে বের হয়ে আসে। এক প্রাণে সুর মেলায়। সাবাস বাংলাদেশ সাবাস বলে এই শহর কাঁপিয়ে দিয়েছে। জেলা শহরের বিভিন্ন এলাকাতেই হয়েছে আনন্দের মিছিল। হাতে ছিল জাতীয় পতাকা।


গতকাল সোমবার বিকালে ম্যাচের শেষ ওভারে টাইগার রুবেল ইংলিশ ব্যাটসম্যানের উইকেট উপড়ে ফেলা মাত্রই চিৎকার দিয়ে বেরিয়ে পড়ে বাংলাদেশের হাজারো, লাখো ক্রিকেট প্রেমিরা। ঠিক তেমনি বগুড়া শহরের কলোনী, আজিজুল হক কলেজ, জলেশ্বরীতলা, উপশহর, ফুলবাড়ি, শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা, চেলোপাড়া বিভিন্ন স্থানেই জয়ের আনন্দ করেছে। মুশফিক বলে চিৎকার দিয়েছে। এ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ উঠে গেল কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরী মাহমুদুল্লার সাথে প্রথম কোয়ার্টার ফাইনাল।

(এএসবি/এএস/মার্চ ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test