E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বিআরটিসি বাসে আগুন

২০১৫ মার্চ ১৪ ১০:৪০:১০
বরগুনায় বিআরটিসি বাসে আগুন

 
বরগুনা প্রতিনিধি:
বরগুনার পৌর শহরের সোনিয়া সিনেমা হলের সমানে একটি বিআরটিসি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-২১২২) আগুন দিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ওই বাসটিতে অগ্নিসংযোগ করে তারা। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটির পুরোটাই পুড়ে যায়।

অগ্নিসংযোগের সময় বাসটিতে হেলপার এস এম কাইয়ুম ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার টের পেয়ে তিনি বাসের জানালা দিয়ে বের হয়ে যান।

এ প্রসঙ্গে তিনি বলেন, খুলনা থেকে বরগুনা রুটে বাসটি চলাচল করতো। সকালে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না। হঠাৎ ভোর রাতে কে বা করা বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমি আগুন টের পেয়ে দ্রুত নেমে যাওয়ায় আঘাত পাইনি।

আগুনের খবর পেয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি একটি নাশকতা। প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, কে বা কারা এই সঙ্গে জড়িত। তবে পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।


(আরএনকে/এসসি/মার্চ১৪,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test