E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

২০১৫ মার্চ ১৭ ১৬:০১:৫৯
নড়াইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কেক কাটা, শ্রদ্ধাঞ্জলি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। এসময় জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, জাহাঙ্গীর বিশ্বাস, হাফিজ খান মিলন, গাউসুল আযম মাসুম প্রমুখ।

সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। এসময় জাতির জনকের প্রতিকৃতিত্বে জেলা প্রশাসন, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, নড়াইল পৌরসভা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভানেত্রী সৈয়দা জাহানারা অহিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কবির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, নারী নৈত্রী আঞ্জুমানআরা, রাবেয়া ইউসুফ, সালমা রহমান কবিতা প্রমুখ।

জেলা আওয়ালীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে দলীয় কার্য়ালয়ে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে রূপগঞ্জ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।

এদিকে জাকজমকের সঙ্গে এই প্রথম নড়াইল পৌরসভায় জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে নড়াইল পৌরসভা। মঙ্গলবার সকাল ৯টায় ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল পরিষদের সকল কাউন্সিলার ও কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে নিয়ে পৌর ভবনে স্থাপিত জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে কেক কেটে সকলের মুখে তুলে দেন।

এ সময় পৌর সচিব ওহাবুল আলম, কাউন্সিলর শরফুল আলম লিটু, আবু ফেরদৌস মিলন, সৈয়দ মাসুদ রানা বাবলু, কালু সাহা, আঞ্জুমান আরা, নাজনীন সুলতানা রোজী, সন্ধ্যা রানী বিশ্বাসসহ কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

পৌর কাউন্সিলার শরফুল আলম বলেন, ১৯৭২ সালে নড়াইল পৌর সভা প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম নড়াইল পৌর সভায় জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ কেককেটে জন্ম দিন পালন করা হলো।

এছাড়া কুইজ, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক রচনা প্রতিযোগিতা, বক্তৃতা, প্রামাণ্য অনুষ্ঠান, দোয়া মাহফিলসহ পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে।

(টিএআর/এএস/মার্চ ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test