E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

২০১৫ মার্চ ১৯ ১৪:২৬:২২
মেহেরপুরে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় নিউমোনিয়া প্রতিরোধ  ও পোলিও নির্মূলে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্বে করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। ইপিআই সুপার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএ'র জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ইসতিয়াক আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রমুখ। এ্যাডভোকেসী সভায় মূল্ প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা. সুমাইয়া শারমিন ও ডা. রোমেনা খাতুন। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান স্বাস্থ্য বিভাগের কাছে আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগ মানুষের আশা ভরসার শেষ স্থান, মানুষ যেন আস্থা ও ভরাসা নিয়ে এখানে আসতে পারে, সেই সেবা দেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, আগামী ২১ মার্চ শুরু হতে যাওয়া নিউমোনিয়া ও পোলিও টিকাদান কর্মসূচী মেহেরপুর জেলায় যাতে শতভাগ সর্ম্পনূ করা যায় সেজন্য জেলা প্রশাসনের সহযোগীতা থাকবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সমাপনী বক্তব্য বলেন, সকলের ঐকান্তিক সহযোগীতায় টিকাদান কর্মসূচী সফল হবে বলে তিনি আশা করেন।


(ইএম/পিবি/মার্চ ১৯,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test